বর্তমানে প্রতিটা কোম্পানিই একটা নেটওয়ার্কের অধীনে চলে। ফলে টেলিকমিউনিকেশন সেক্টর, ব্যাংকিং সেক্টর, মোবাইল ফোনসহ বিভিন্ন সেক্টরে CCNA কোর্স করা ব্যক্তিদের ব্যাপক চাহিদা রয়েছে। তাই আপনি যদি সিসকো সিসিএনএ কোর্স (Cisco CCNA Course) করেন, তাহলে এসব কাজের জায়গায় চমৎকার ক্যারিয়ার গড়তে পারবেন।
কোর্স ওভারভিউ
CCNA মূলত কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করতে আগ্রহী বা যারা নেটওয়ার্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য প্রশিক্ষণ মূলক একটি কোর্স। নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে সিসিএনএ সার্টিফিকেশন থাকার অর্থ হল এ সেক্টরে যে কোন এন্ট্রি লেভেল চাকরির জন্য সে উপযুক্ত। তাই ক্রিয়েটিভ আইটির CCNA Certification আপনার আইটি ক্যারিয়ারের ভিত্তিপ্রস্তর রচনা করতে সাহায্য করবে। CCNA এর মাধ্যমেই ধাপে ধাপে Cisco এর অন্য সার্টিফিকেশনগুলো অর্জনের পথে এগিয়ে যাওয়া যায়। কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে নেটওয়ার্কিং এর বেসিক থেকে শুরু করে সাবনেটিং, রাউটার সহ অ্যাডভান্স সবকিছু শিখতে পারেন। একজন দক্ষ মেন্টরের দিকনির্দেশনায় সার্টিফাইড এই কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে, আপনি কাজের ক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। তাই আপনার আইটি ক্যারিয়ারে সম্ভাবনার দুয়ার খুলতে আজই এনরোল করুন Cisco CCNA Course -এ।